রফিকুল ইসলামঃ আগস্ট শোকের মাস হলেও ‘শোক এখন শক্তির অনির্বাণ উৎস’ অভিহিত করে রাষ্ট্রপতি-পুত্র কিশোরগঞ্জের-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, জাতির জনকের স্মরণে শোকাশ্রু নয়, বরং শোক থেকে আমরা যেন স্বাধীনতার চেতনার শক্তি খুঁজে নিই।
গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে উপজেলা শাখার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ সদস্য বলেন, জ্ঞান অর্জনের পথে প্রবেশ করেছ আর সুশিক্ষা নিয়ে বের হবে দেশসেবার দৃঢ অঙ্গীকার লয়ে। তাই আমাদের স্বাধীনতা ও আত্মনির্ভরতার উভ্যুয়ের প্রকৃত ইতিহাসের গবেষণালব্ধ জ্ঞান দিয়ে প্রখর দৃষ্টিভঙ্গিতে বঙ্গবন্ধুর সোনার বাংলার অসমাপ্ত কাজ সম্পন্নের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এবং উড়াতে হবে সুনীতির পাল।
এতগুলো মেধাবীমুখ একসাথে দেখতে পেয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তোমরাই তো হাওরের আলো। মেধারজোরে এভাবে অন্যরাও প্রতি বছর তৃণমূল হাওর থেকে ওঠে গিয়ে দেশের বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আসন কেড়ে নিয়ে কর্মজীবনেও উন্নত সমাজ ও দেশ বিনির্মাণের অংশীদার হতে হবে বলে নিবিড় আশাবাদ পোষণ করেন এমপি তৌফিক।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের গণিতের প্রভাষক শাহিন আহাম্মেদ বক্তব্য রাখেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. ইব্রাহীম মিয়া, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থক, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী, যুব উন্নয়ন কর্মকর্তা ই আ ম মামুন মজুমদার, পরিসংখ্যান কর্মকর্তা শাহ মুহাম্মদ আমিন আহসান, তথ্যসেবা কর্মকর্তা তনুশ্রী ভৌমিক, সমবায় কর্মকর্তা আবু আসলাম, সহকারী প্রোগ্রামার ইমাম মেহেদীসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা।
শেষে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক সংবর্ধিত ৩০ জনটি কৃতি শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার হিসেবে প্রদান করেন।
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট।
সহযোগী সম্পাদক, আজকের সূর্যোদয়, ঢাকা।