ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম সুযোগটুকু আমরা নিচ্ছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে প্রায় ১৮ মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দুই দফা ঘোষণা দিয়েও করোনার ঊর্ধ্বগতির কারণে খোলা সম্ভব হয়নি।

গতকাল বুধবার (১৮ আগস্ট) সচিবদের সঙ্গে বৈঠকে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কবে থেকে খুলে দেওয়া হবে সুনির্দিষ্ট তারিখ বলেনি তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব‌্যাপারে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেছেন। তবে সুনির্দিষ্ট তারিখ বলেননি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। পরিস্থিতি যখনই অনূকূলে আসবে, প্রথম সুযোগটুকু আমরা নিচ্ছি।’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন স্তরকে অগ্রাধিকার দেওয়া হবে জানতে চাইলে সচিব বলেন, ‘এগুলো এখনও চূড়ান্ত হয়নি। করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখনই নিয়ন্ত্রণে আসবে, তখন সরকারের গঠিত কারিগরি কমিটিসহ সংশ্লিষ্টদের নিয়ে বসে চূড়ান্ত করব।’

মন্ত্রী বলেন, ‘প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়, যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য তিনি নির্দেশনা দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, সংক্রমণ ও মৃত্যুহার এখন নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত আর জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আশা করি বিজ্ঞানসম্মতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর্যায়ে নেমে আসবে সংক্রমণের হার। সেজন‌্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম সুযোগটুকু আমরা নিচ্ছি

আপডেট টাইম : ০৬:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে প্রায় ১৮ মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দুই দফা ঘোষণা দিয়েও করোনার ঊর্ধ্বগতির কারণে খোলা সম্ভব হয়নি।

গতকাল বুধবার (১৮ আগস্ট) সচিবদের সঙ্গে বৈঠকে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কবে থেকে খুলে দেওয়া হবে সুনির্দিষ্ট তারিখ বলেনি তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব‌্যাপারে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেছেন। তবে সুনির্দিষ্ট তারিখ বলেননি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। পরিস্থিতি যখনই অনূকূলে আসবে, প্রথম সুযোগটুকু আমরা নিচ্ছি।’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন স্তরকে অগ্রাধিকার দেওয়া হবে জানতে চাইলে সচিব বলেন, ‘এগুলো এখনও চূড়ান্ত হয়নি। করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখনই নিয়ন্ত্রণে আসবে, তখন সরকারের গঠিত কারিগরি কমিটিসহ সংশ্লিষ্টদের নিয়ে বসে চূড়ান্ত করব।’

মন্ত্রী বলেন, ‘প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়, যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য তিনি নির্দেশনা দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, সংক্রমণ ও মৃত্যুহার এখন নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত আর জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আশা করি বিজ্ঞানসম্মতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর্যায়ে নেমে আসবে সংক্রমণের হার। সেজন‌্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করি।’