হাওর বার্তা ডেস্কঃ ১৫ আগস্ট (রোববার) জাতীয় শোক দিবসে আলোচনা সভায় মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির উপস্থিত ছিলেন ।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ১৭৫৭ সালের ২৩ জুনের পর থেকে বাঙ্গালি জাতি স্বাধীনতা অর্জনের চেষ্টা করেও স্বাধীনতা অর্জন করতে পারেনি। কিন্তু ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির স্বাধীনতা অর্জন করে দেন।
উন্নয়ন সম্পর্কে এমপি তৌফিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে যেতে পারেন নি। কিন্তু যখন থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরলেন। তখন থেকেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হতে শুরু করেন এবং কারণ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
এর আগে এমপি তৌফিক মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
তারপর মিঠামইন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।