টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান বিয়ের প্রস্তাব পেয়েছেন ধর্মশালার গ্যালারি থেকে। বুধবার ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচের সময় এই বিয়ের প্রস্তাব পান তিনি।
দলীয় ১৮ রানে ওপেনার সৌম্য সরকার সাজঘরে ফিরে যান। তখনই ব্যাটিংয়ে আসেন সাব্বির। তিনি ব্যাটিংয়ে নামার অল্প কিছুক্ষণের মধ্যে ধর্মশালার গ্যালারি থেকে এক নারী প্ল্যাকার্ডে লিখে বিয়ের প্রস্তাব দেন সাব্বিরকে। সেখানে লেখা ছিল ‘ম্যারি মি সাব্বির’।
এশিয়া কাপে তাঁর হ্যার্ডহিটিং ব্যাটিং মুগ্ধ করেছে অনেক ক্রিকেটপ্রেমীকে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাঁর ৮০ রানের ইনিংসটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ১৫ বলে ১৫ রান করেন সাব্বির।