ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পরীমনিকাণ্ডে অবশেষে মুখ খুললেন চয়নিকা চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ১৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ চয়নিকা চৌধুরী ও পরীমনির মধ্যে যে মিল আছে তা সকলের জানা রয়েছে । চয়নিকা চৌধুরীকে পরীমনির  নিজের ‘মা’ বলে সম্বোধন করে থাকেন । উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরীমনির পাশে ছায়ার মতো দেখা গেছে তাকে। কিন্তু এবার পরীমনির ঘটনায় একেবারেই অদৃশ্য চয়নিকা চৌধুরী!

অবশেষে পরীমনিকাণ্ডে মুখ খুলেছেন চয়নিকা চৌধুরী। গনমাধ্যমকে তিনি বলেন, ‘অন্যদের মতো টেলিভিশন লাইভে আমিও ঘটনাটি দেখেছি। তবে পরীমনির বাসায় আমি যাইনি। এটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। তারা যা ভালো বুঝবেন, সেটাই করবেন। ’
তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সম্মান আছে। ঘটনাটি মাত্রই ঘটল। এখন কিছু বলা ঠিক নয়। আমরা অপেক্ষা করবো কিছুদিন। অবস্থা বুঝে প্রযোজনা প্রতিষ্ঠান ও টিমের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব।’
অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি, আইস এবং সিসা রাখায় পরীমনির বিরুদ্ধে বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করে র‌্যাব। এ মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এতে সম্প্রতি কাজের ঘোষণা দেওয়া প্রযোজক ও পরিচালকরা বিপাকে পড়েছেন। হুমকির মুখে কোটি কোটি টাকার প্রকল্প।
চয়নিকা চৌধুরী নির্মিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরীমনি। এর শুটিং শুরু হওয়ার কথা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। কিন্তু অভিনেত্রী গ্রেপ্তার হওয়ায় তা এখন অনিশ্চয়তায়।
এদিকে, পরীমনি গ্রেপ্তার হওয়ায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমাটিও অনিশ্চয়তায় পড়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন পরীমনি। আগামী ১৭ আগস্ট থেকে চট্টগ্রামে ছবিটির শুটিং শরু হওয়ার কথা ছিল। সেটি এখন পুরোপুরি অনিশ্চয়তায়। পরিচালক রাশিদ পলাশ জানালেন, তার নায়িকার জন্য অপেক্ষা করছেন।
এ ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘বায়োপিক’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন পরীমনি। চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে এ সিনেমায় কাজ করার কথা ছিল পরীর। এ সিনেমাটিও পরীর জন্য বিপাকে পড়েছে। সময় মতো মুক্ত হয়ে ফিরে না আসতে পারলে হয়তো অন্য কোনো নায়িকার নাম শোনা যাবে ‘বায়োপিক’ এ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পরীমনিকাণ্ডে অবশেষে মুখ খুললেন চয়নিকা চৌধুরী

আপডেট টাইম : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১

হাওর বার্তা ডেস্কঃ চয়নিকা চৌধুরী ও পরীমনির মধ্যে যে মিল আছে তা সকলের জানা রয়েছে । চয়নিকা চৌধুরীকে পরীমনির  নিজের ‘মা’ বলে সম্বোধন করে থাকেন । উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরীমনির পাশে ছায়ার মতো দেখা গেছে তাকে। কিন্তু এবার পরীমনির ঘটনায় একেবারেই অদৃশ্য চয়নিকা চৌধুরী!

অবশেষে পরীমনিকাণ্ডে মুখ খুলেছেন চয়নিকা চৌধুরী। গনমাধ্যমকে তিনি বলেন, ‘অন্যদের মতো টেলিভিশন লাইভে আমিও ঘটনাটি দেখেছি। তবে পরীমনির বাসায় আমি যাইনি। এটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। তারা যা ভালো বুঝবেন, সেটাই করবেন। ’
তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সম্মান আছে। ঘটনাটি মাত্রই ঘটল। এখন কিছু বলা ঠিক নয়। আমরা অপেক্ষা করবো কিছুদিন। অবস্থা বুঝে প্রযোজনা প্রতিষ্ঠান ও টিমের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব।’
অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি, আইস এবং সিসা রাখায় পরীমনির বিরুদ্ধে বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করে র‌্যাব। এ মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এতে সম্প্রতি কাজের ঘোষণা দেওয়া প্রযোজক ও পরিচালকরা বিপাকে পড়েছেন। হুমকির মুখে কোটি কোটি টাকার প্রকল্প।
চয়নিকা চৌধুরী নির্মিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরীমনি। এর শুটিং শুরু হওয়ার কথা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। কিন্তু অভিনেত্রী গ্রেপ্তার হওয়ায় তা এখন অনিশ্চয়তায়।
এদিকে, পরীমনি গ্রেপ্তার হওয়ায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমাটিও অনিশ্চয়তায় পড়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন পরীমনি। আগামী ১৭ আগস্ট থেকে চট্টগ্রামে ছবিটির শুটিং শরু হওয়ার কথা ছিল। সেটি এখন পুরোপুরি অনিশ্চয়তায়। পরিচালক রাশিদ পলাশ জানালেন, তার নায়িকার জন্য অপেক্ষা করছেন।
এ ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘বায়োপিক’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন পরীমনি। চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে এ সিনেমায় কাজ করার কথা ছিল পরীর। এ সিনেমাটিও পরীর জন্য বিপাকে পড়েছে। সময় মতো মুক্ত হয়ে ফিরে না আসতে পারলে হয়তো অন্য কোনো নায়িকার নাম শোনা যাবে ‘বায়োপিক’ এ।