হাওর বার্তা ডেস্কঃ আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক দ্রব্য মামলার পর নড়েচড়ে বসতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ ধরনের ঘটনার পর সমিতিতে পরীমনির সদস্যপদ নিয়ে প্রশ্ন উঠেছে সকলের।
জানা গেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৭ আগস্ট সংবাদ সম্মেলন করবে চলচ্চিত্র শিল্পী সংগঠনটি।
এ প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা আগামী শনিবার সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানেই এ বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার জানিয়ে দেব।’ এ প্রসঙ্গে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই চিত্রনায়ক।
উল্লেখ্য যে, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যের অপরাধ আদালতে প্রমাণিত না হলে তিনি পুনরায় তার সদস্যপদ ফিরে পাবেন। আর দোষী সাব্যস্ত হলে আজীবনের জন্য সদস্যপদ হারাবেন। তবে মামলা যেহেতু হয়েছে সে কারণে পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।