এম জে আকবর সাংবাদিকদের দল করা উচিত নয়

মোঃ জাকির হোসাইন,উপমহাদেশের জনপ্রিয় সাংবাদিক, কলামিস্ট, ভারতীয় জনতা পার্টি—বিজেপির মুখপাত্র এম জে আকবর বলেছেন, সাংবাদিকদের রাজনৈতিক দল করা উচিত নয়। আর রাজনীতি করলে সাংবাদিকতা করা উচিত নয়। বিশেষ করে সম্পাদকদের দলের বাইরে থাকা আরও জরুরি। বাংলাদেশ প্রতিদিন ও প্রচারিতব্য টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরকে তিনি এ কথা বলেন।

এম জে আকবর দীর্ঘদিন ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার হাতে ভারতের অনেক পত্রিকার জন্মও হয়েছিল। নিজের এসব অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সম্পাদকের পদ ও সাংবাদিকতা ছেড়েই রাজনীতি করছি। আগেও তাই করেছিলাম। আমি মনে করি, সবারই এটা মেনে চলা উচিত। কারণ সাংবাদিকদের বিশেষ করে সম্পাদকদের নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে। দল করলে তখন সব আনুগত্য সেই দলের প্রতিই থাকে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর