করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন খালেদা জিয়া

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সোমাবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৯ জুলাই সুরক্ষা অ্যাপ থেকে টিকার নিবন্ধন করেছেন করোনা থেকে সেরে ওঠা খালেদা জিয়া। মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১৪ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। প্রথম দিকে বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৯ মে তার করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে। এরপর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর