নিরাপত্তা চেয়ে এরিক-বিদিশার জিডি

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান শাহাতা জারাব এরিক এরশাদ ও তার মা বিদিশা সিদ্দিকের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এরশাদের রেখে যাওয়া ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। এরিক ও বিদিশার নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে গুলশান থানায় এ জিডি করা হয়। জিডি নম্বর- ৬৫৫।

শুক্রবার কাজী মামুন গণমাধ্যমকে বলেন, সংবাদ সম্মেলন করার পর থেকে সাবেক রাষ্ট্রপতির বাসা প্রেসিডেন্ট পার্ক, এমনকি আমার চলাচলের পথ ও অফিসের আশপাশে অপরিচিত লোকজনের চলাফেরা করতে দেখা গেছে। এতে আমি সাবেক রাষ্ট্রপতির সন্তান এরিক ও তার মায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি।

‘ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে আমি থানায় জিডি করেছি। এমতাবস্থায় শাহাতা জারাব এরশাদ এরিক ও তার মা বিদিশা সিদ্দিকের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর