বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় সন্ত্রাসীর নির্যাতনের স্বীকার পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন শিলা’র চিকিৎসার দায়িত্ব নিলেন নারী নির্যাতন প্রতিরোধ নের্টওয়ার্ক পাবনা।
বৃহস্পতিবার দুপুরে নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক-পাবনা কমিটির সভাপতি হাসিনা আকতার রোজি, সদস্য সচিব নরেশ মধু,কার্যকরী কমিটির সদস্য শামছুন নাহার বর্না, কৃষ্ণা সরকার, এসপিএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেট পল্লব হোড় পলাশ,ক্যাম্পেইন অফিসার রিমা খাতুন শিলাকে হাসপাতালে দেখতে যায়। এ সময় তারা জানতে পারে শিলার বাবা একজন দরিদ্র দিনমুজুর। তার পক্ষে শিলার চিকিৎসার ভার বহন করা কষ্টসাধ্য। শিলার বাবার আর্থিক অবস্থা বিবেচনা করে নারী নির্যাতন প্রতিরোধ নের্টওয়ার্ক-পাবনা, আহত শিলার চিকিৎসার দ্বায়িত্ব গ্রহন করে।
উল্লেখ্য যে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় পাবনার সুজানগরে এক কিশোরীকে কুপিয়ে জখম করেছে একদল বখাটে যুবক। গত মঙ্গলবার রাতে মুকুল কসাই নামে এক বখাটে যুবক ও তার সহযোগীরা এ ঘটনা ঘটায়। গুরুতর আহত অবস্থায় কিশোরীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার পাবনার সুজানগর থানায় বখাটে মুকুল ও অজ্ঞাতনামা চারজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ ঘটনা ও মামলার তথ্য নিশ্চিত করে জানার ঘটনার পর থেকে বখাটে মুকুল ও তার সহযোগীরা পলাতক রয়েছে।