এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

টানা তৃতীয় জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। পাকিস্তানের দেয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফি বাহিনী।

এর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে আরাফাত সানি, আল আমিন, তাসকিনদের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২৮ রানেই ঝরে পড়ে তাদের ৪ উইকেট।

তবে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক এবং সরফরাজ একাই লড়ে যান বড় স্কোর গড়তে। তাদের লড়াকু ইনিংসের কারণেই শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৯ রানের সম্মানজনক স্কোর গড়ে পাকিস্তান।

সরফরাজ করেন ৪২ বলে হার না মানা ৫৮ রান। আর শোয়েব মালিক করেন ৩৫ বলে ৪১ রান।

বাংলাদেশের পক্ষে আল আমিন ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। আরাফাত সানি নেন ২ উইকেট। আর সবচেয়ে কম, মাত্র ১৪ রান দিয়ে তাসকিন নেন ১ উইকেট। মাশরাফির ঝুলিতে যায় অন্য উইকেটটি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর