হাওর বার্তা ডেস্কঃ উইম্বলডনে মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন তিনি। শিরোপা ধরে রাখার অভিযানে এসেছিলেন লন্ডনেও। কিন্তু শুক্রবার ড্রর ঠিক আগে নাম প্রত্যাহার করে নিলেন সিমোনা হালেপ। চোটের জন্য খেলতে না পারায় কষ্ট পেয়েছেন হালেপও, ‘একেবারেই ভেঙে পড়েছি। টানা দুটি গ্র্যান্ড স্লাম খেলতে না পারাটা মানসিকভাবেও পিছিয়ে দিয়েছে আমাকে।’
সাবেক নাম্বার ওয়ান নাওমি ওসাকা নাম প্রত্যাহার করেছিলেন আগেই। তাই সেরেনা উইলিয়ামসের সুযোগ ২৪ গ্র্যান্ড স্লাম জিতে মার্গারেট কোর্টের পাশে বসার। শুক্রবারের ড্রতে প্রথম রাউন্ডে সেরেনা প্রতিপক্ষ পেয়েছেন আলেকজান্দ্রা সাসনোভিচকে। অঘটন না ঘটলে তৃতীয় রাউন্ডে খেলতে হতে পারে অ্যাঞ্জেলিক কেরবারের সঙ্গে। এই কেরবারের কাছেই ২০১৮ সালের উইম্বলডন ফাইনাল হেরেছিলেন সেরেনা।
ছেলেদের এককে দুইবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও ইউএস ওপেনজয়ী ডমিনিক থিয়েম নাম প্রত্যাহার করেছিলেন আগেই। এই দুজন না থাকায় নোভাক জোকোভিচের সুযোগ ২০তম গ্র্যান্ড স্লাম জিতে রজার ফেদেরার ও নাদালের পাশে বসার। ১৯ বছরের ব্রিটিশ তরুণ জ্যাক ড্র্যাপারের বিপক্ষে ম্যাচ দিয়ে এ স্বপ্নপূরণের মিশন শুরু করবেন এই সার্বিয়ান তারকা। প্যারিসের ফাইনালে নাদালকে হারিয়ে শিরোপা জিতেই তিনি এসেছেন উইম্বলডন খেলতে। অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা উৎসব করতে পারলে একই বছরে চারটি গ্র্যান্ড স্লাম, অর্থাৎ ক্যালেন্ডার স্লামের অবিস্মরণীয় কীর্তি গড়ার পথেও আরেকটা পদক্ষেপ ফেলবেন সার্বিয়ান তারকা। ফেদেরার ও জোকোভিচ একই অর্ধে নেই। কোনো অঘটন না ঘটলে দুজনের দেখা হবে ফাইনালে।