ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বুগাত্তির হাইপারকার ‘শিরোঁ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬
  • ৪২১ বার

বুগাত্তির শিরোঁ, বিশ্বের সুপারফাস্ট সুপারকার। সবচেয়ে দ্রুতগামী গাড়ি এটি।

সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনবিশিষ্ট ও অত্যন্ত ক্ষিপ্র এই গাড়িটি এ যাবতকালের প্রডাকশন কারগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর।

মাত্র ২ দশমিক ২ সেকেন্ডের মধ্যেই শূন্য থেকে ৬০ মাইল গতিবেগের ঝড় তুলতে সক্ষম অল হুইল ড্রাইভ শিরোঁ।

হাইপারকারটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬১ মাইল।

হাই লেভেলে স্পিড অর্জনে বিশেষভাবে ডিজাইনকৃত এইরোডাইনামাইক্স রেসিংকারটির বডিটি কার্বন ফাইবার মনোকক দিয়ে তৈরি করা হয়েছে।

সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে সৃষ্ট ১ হাজার ৫শ অশ্বশক্তির ১৬টি সিলিন্ডারবিশিষ্ট ইঞ্জিনে রয়েছে টুস্টেজ টার্বো চার্জার। ইঞ্জিনটির পার্টস তৈরিতে টাইটেনিয়াম মাফলার ব্যবহার করা হয়েছে।

লাক্সারিয়াস ও স্টাইলিশ এই হাইপারকারটির অডিও সিস্টেমের স্পিকারে খচিত রয়েছে এক ক্যারেট হীরার মেমব্রেন। গাড়িটির ভেতরে নমনীয় চামড়া, ব্রাশ্ড এলুমিনিয়াম ও নেক্সট-জেন-টেকনোলোজি প্রযুক্ত করা হয়েছে। সুপারফাস্ট এই কারটিতে দুজনের আসন রয়েছে।chiron – interior

এই স্পোর্টসকারটি আসলেই হস্তকলার অবিশ্বাস্য নিদর্শন।

২০১৬ সালের জেনেভা মোটর শোর প্রাক্কালে সোমবার ফরাসি সুপার কার মেকার ভি ডব্লিউ গ্রুপের পক্ষ থেকে বিস্ময়কর এই গাড়িটিকে উন্মোচিত করা হয়।

সীমিত সংখ্যক উৎপাদিত নতুন ও দুর্দান্ত এই কারটি কেবল আলট্রারিচদের জন্যই ডিজাইনকৃত।

দাম ২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। দেশি টাকায় ২১ কোটি টাকা।

১৬০টি শিরোঁর প্রিঅর্ডার পাওয়া গেছে বলে বুগাত্তি দাবি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বুগাত্তির হাইপারকার ‘শিরোঁ’

আপডেট টাইম : ১১:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬

বুগাত্তির শিরোঁ, বিশ্বের সুপারফাস্ট সুপারকার। সবচেয়ে দ্রুতগামী গাড়ি এটি।

সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনবিশিষ্ট ও অত্যন্ত ক্ষিপ্র এই গাড়িটি এ যাবতকালের প্রডাকশন কারগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর।

মাত্র ২ দশমিক ২ সেকেন্ডের মধ্যেই শূন্য থেকে ৬০ মাইল গতিবেগের ঝড় তুলতে সক্ষম অল হুইল ড্রাইভ শিরোঁ।

হাইপারকারটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬১ মাইল।

হাই লেভেলে স্পিড অর্জনে বিশেষভাবে ডিজাইনকৃত এইরোডাইনামাইক্স রেসিংকারটির বডিটি কার্বন ফাইবার মনোকক দিয়ে তৈরি করা হয়েছে।

সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে সৃষ্ট ১ হাজার ৫শ অশ্বশক্তির ১৬টি সিলিন্ডারবিশিষ্ট ইঞ্জিনে রয়েছে টুস্টেজ টার্বো চার্জার। ইঞ্জিনটির পার্টস তৈরিতে টাইটেনিয়াম মাফলার ব্যবহার করা হয়েছে।

লাক্সারিয়াস ও স্টাইলিশ এই হাইপারকারটির অডিও সিস্টেমের স্পিকারে খচিত রয়েছে এক ক্যারেট হীরার মেমব্রেন। গাড়িটির ভেতরে নমনীয় চামড়া, ব্রাশ্ড এলুমিনিয়াম ও নেক্সট-জেন-টেকনোলোজি প্রযুক্ত করা হয়েছে। সুপারফাস্ট এই কারটিতে দুজনের আসন রয়েছে।chiron – interior

এই স্পোর্টসকারটি আসলেই হস্তকলার অবিশ্বাস্য নিদর্শন।

২০১৬ সালের জেনেভা মোটর শোর প্রাক্কালে সোমবার ফরাসি সুপার কার মেকার ভি ডব্লিউ গ্রুপের পক্ষ থেকে বিস্ময়কর এই গাড়িটিকে উন্মোচিত করা হয়।

সীমিত সংখ্যক উৎপাদিত নতুন ও দুর্দান্ত এই কারটি কেবল আলট্রারিচদের জন্যই ডিজাইনকৃত।

দাম ২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। দেশি টাকায় ২১ কোটি টাকা।

১৬০টি শিরোঁর প্রিঅর্ডার পাওয়া গেছে বলে বুগাত্তি দাবি করেছে।