হাওর বার্তা ডেস্কঃ পাঁচ টাকা মূল্যের একটি ব্যাগ তল্লাশী করে বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই মাদককারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শালগ্রামের নূর ইসলামের ছেলে এনায়েতুল্লাহ ইসলাম সুমন (২৮) ও কালাইকুড়ী গ্রামের মফিজ আকন্দের ছেলে আব্দুস সালাম (৪২)।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন জানান, উপজেলার ছাতিয়ানগ্রামে-আদমদীঘি রাস্তার আমতলী নামকস্থানে মাত্র পাঁচ টাকা মূল্যের একটি বাজার করা ব্যাগে গাঁজা বিক্রির উদ্দেশ্যে সুমন ও সালাম অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের ব্যাগটি তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করেন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত এক কেজি গাাঁজার আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা। অভিনব কায়দায় তারা বেশ কিছু দিন যাবৎ মাদক বেচা-কেনা করে আসছিল।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।