হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ১২ হাজার ৯১৩ বাংলাদেশি।
মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৭ জুন সকাল ৮টা থেকে ৮ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ। বাংলাদেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।