কিশোরগঞ্জে দালালদের হাত থেকে সাংবাদিকতা রক্ষা করার প্রত্যয়

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক নেতারা দাললদের হাত থেকে সাংবাদিকতা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা আজ শপথ করেন সাংবাদিতা নামে যারা দালালি করেন তাদের আগে বয়কট করবেন। যারা সাংবাদিকতার নামে দালালি করেন তাদের এখন রোখার সময় এসেছে বলেন বলে জানান সাংবাদিক নেতারা।

আজ সকালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সোমবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে কিশোরগঞ্জ প্রেসকাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ প্রেসকাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানার সভাপতিত্বে মানববন্ধনেবক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসকাবের সদস্য-সচিব মনোয়ার হোসাইন রনী, সাবেক সভাপতি এ.কে নাছিম খান, সাবেক সহ-সভাপতি আলম সারোয়ার টিটু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সাংবাদিক নূর মোহাম্মদ, আহবায়ক কমিটিরসদস্য এ্যাড. নজরুল ইসলাম নুরু। উপস্থিত ছিলেন, সাংবাদিক শফিকুল ইসলাম ফকির মতি, সাজন আহম্মেদ পাপন, আমিনুল হক সাদী, আকিব হৃদয়, কাউসার আহমেদ টিটু, হাফিজুর রহমান সুমন, মোঃখায়রুল ইসলাম, শাহজাহান সাজু, রাজিবুল হক সিদ্দিকী, ওবায়েদ রনি, কাঞ্চন শিকদার, আব্দুর রব সাইদুর রহমান লিটন প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর