মানুষের অধিকার নিয়ে কথা বললে অপরাধ হয়, আমাকেও গ্রেফতার করুন: জাফরুল্লাহ

হাওর বার্তা ডেস্কঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মানুষের অধিকার নিয়ে কথা বলা যদি অপরাধ হয়, আমিও সেই একই অপরাধে অপরাধী, আমাকেও গ্রেফতার করুন।’ সোমবার (৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সরকারবিরোধী আন্দোলনের সময় আটক ছাত্রদের ঈদের আগেই মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আটককৃত ওই ছাত্ররা কি কাউকে খুন করেছে, বলৎকার করেছে, চাঁদাবাজি বা ছিনতাই করেছে? তারা মানুষের অধিকারের কথা বলেছে, যৌক্তিক প্রতিবাদ করেছে। মানুষের অধিকারে কথা বলা যদি অপরাধ হয় আমিও সেই একই অপরাধে অপরাধী। আমাকেও গ্রেফতার করুন।’ তিনি আরও বলেন, ‘১৯৫২ সালে ছাত্ররা অধিকারের কথা বলেছে বলেই আমরা ভাষার অধিকার পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে। অনেক স্বৈরশাসক সরকারের পতন হয়েছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর