হাওর বার্তা ডেস্কঃ বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান মাসের রোজার গুরুত্ব ও প্রতিদান অপরিসীম। রমজান মাসে মানবতার দিশারি হিসেবে কোরআন নাজিল হওয়ায় মাসটির গুরুত্ব বহু গুণে বেড়ে গেছে। রমজান মাসকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে জুড়ে দিয়েছেন নীল শাড়ি পরা নিজের কিছু ছবি। তার সেই স্ট্যাটাসটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়েছে।
নিজের ভেরিফায়েড পেজে জয়া লেখেন, ‘রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন..।‘
ভক্তরা জয়ার স্ট্যাটাসটি একের পর এক শেয়ার করতে থাকেন। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেকেই রমজানের ফজিলত নিয়ে কথা বলেন। কেউ কেউ তার আপলোড করা ছবিরও প্রশংসা করেন।