প্রিয়জনের জন্মদিনে ফেইসবুকে শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি এবার দূর থেকেই গেয়ে শোনানো যাবে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে টু ডিয়ার….’ গানটি। সোমবার থেকে নতুন এ সুবিধা চালু হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইটটিতে। ‘বার্থডে ভিডিও ক্যাম’ নামের ফিচারটি কাজে লাগিয়ে আপনি যেখানেই থাকুন না কেন ১৫ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে। বন্ধুর টাইমলাইনে ভিডিওটি শেয়ার করার আগে ভিডিওটিতে বিভিন্ন ইফেক্ট ও ফ্রেমও ব্যবহার করা যাবে। জানা গেছে, ফিচারটি ব্যবহারকারীদের ওয়ালে ফেইসবুক বন্ধুদের জন্মদিনের তারিখ আগেভাগেই জানান দেবে। ব্যবহারকারীরা চাইলে ফিচারটির নির্দিষ্ট বাটনে ক্লিক করে ভিডিও আকারে শুভেচ্ছা বার্তার ভিডিও ধারণ করতে পারবে।
শুরুতে আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য চালু হলেও শিগগিরই অ্যানড্রয়েডসহ অন্যান্য অপারেটিং সিস্টেমেও ফিচারটি ব্যবহারের সুযোগ মিলবে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : দ্য ভার্জ