“শিক্ষায় জাতির মেরুদন্ড” আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত এই শ্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ৫০ জন স্কুলগামী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেড এর স্কুল ব্যাংকিং কর্মসুচী ও মাইক্রোক্রেডিটের আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাসুদ করিম, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সিবিএ নেতা আক্কাচ আলী, ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৫০ জন স্কুল গামী ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।