এবার ভাইরাল হলো হিরো আলমের চাইনিজ গান

হাওর বার্তা ডেস্কঃ বিতর্ক আর হিরো আলম যেন মুদ্রার এপিঠ ওপিঠ। সোশাল মিডিয়ার কল্যাণে আলোচনায় আসা বগুড়ার এই যুবক কোনো কিছু সমালোচনা ছাড়া করতেই পারেন না যেন। বিতর্ক যতোই হোক, তার দরকার ভিউ। সেই টার্গেটে হিরো আলম বরাবরই সফল।

গান গেয়েও ইউটিউবে বেশ ভালো সাড়াও পেয়েছেন তিনি। বাংলা, ইংরেজি, হিন্দি গানের পর এবার চীনা ভাষায় গান গাইলেন তিনি।

আজ শনিবার (৩ এপ্রিল) গানটি হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সেটি প্রকাশ হতেই হৈচৈ পড়ে গেছে চারদিকে। ট্রল আর সমালোচনায় ভাসিয়ে দেয়া হচ্ছে বগুড়ার আলমকে।

চীনের ভাষায় গানটি গাওয়ার পাশাপাশি এতে বাংলা ভাষার র্যাপও ব্যবহার করা হয়েছে। এতে হিরো আলমকে নিয়ে প্রতিনিয়ত যারা সমালোচনা করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করেন তাদের কঠোড় ভাষায় জবাব দেওয়া হয়েছে।

নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। অংশ নিয়েছিলেন জাতীয় নির্বাচনেও।

সবশেষে তিনি গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন। একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি গান গেয়ে যাচ্ছেন কাউকে কেয়ার না করেই।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর