চলচ্চিত্র দিবসে নেই আয়োজন, আছে আলোকসজ্জা

হাওর বার্তা ডেস্কঃ আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। বিশেষ দিনটি প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। চলচ্চিত্রাঙ্গনের মানুষের পদচারণায় মুখরিত হয় বিএফডিসি। করোনার প্রকোপ বাড়ায় এবার চলচ্চিত্র দিবসে কোন আয়োজন রাখা হয়নি বলে রাইজিংবিডিকে জানান এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া।

হিমাদ্রী বড়ুয়া বলেন, ‘যেহেতু জাতীয় একটি দিবস, তাই আমরা সেটাকে সম্মান জানাবো। এফডিসিতে ব্যানার, পোস্টার ও আলোকসজ্জা করা হয়েছে। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। করোনার কারণে আর কোন আয়োজন করা হয়নি।’

১৯৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক আইন পরিষদের শেষ দিন তৎকালিন শিল্প ও বাণিজ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ বিল উত্থাপন করেন।

২০১২ সালের ৩ এপ্রিল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন শুরু হয়। তারপর নিরবচ্ছিন্নভাবে দিবসটি পালিত হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর