নেত্রকোনার সীমান্ত এলাকায় বিজিবি অভিযান , ১৪৪ বোতল ভারতীয় মদ আটক

হাওর বার্তা ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন দুর্গাপুরের আড়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ বোতল ভারতীয় মদ আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র উপ-অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপি’র সুবেদার হুমায়ুন কবীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল সোমবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে আড়াপাড়া সীমান্ত এলাকায় টহল দান কালে ১৪৪ বোতল ভারতীয় মদ আটক করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য ২ লক্ষ ১৬ হাজার টাকা। এ ব্যাপারে দুর্গাপুর থানায় জিডি করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর