হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট-বল হাতে অসাধারণ সব কৃীতি গড়েছেন তিনি। এক পা, দু পা করে সেই ছোট্ট সাকিব হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাণ। হয়ে উঠেছেন ক্রিকেটের পোস্টার বয়, বিশ্বসেরা অলরাউন্ডার।
১৯৮৭ সালের ২৪ মার্চ পৃথিবীর আলো দেখেছিলেন তিনি। শুভ জন্মদিন সাকিব আল হাসান। মাগুরার ফায়সাল, ড্রেসিংরুমের ময়না আর বাংলাদেশের সাকিব। ক্রিকেটার হিসেবে যে যাত্রা শুরুই হত না নাম্বার সেভেন্টি ফাইভের। সাকিবের পছন্দ ছিল ফুটবল। খেলতেনও তা। পাড়ায় একদিন ক্রিকেট খেলতে গিয়ে একজন আম্পায়ারের চোখে পড়েন। সেখান থেকে বিকেএসপি-বয়সভিত্তিক হয়ে জাতীয় দলে ডাক পান ২০০৬ সালে।
ওই যে শুরু। সাকিব ছুটেছেন নিজস্ব গতিতে। তার নেতৃত্বে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জিতে টাইগাররা। দেশের মাটিতে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই বিশ্বসেরা ক্রিকেটার হন বাংলাদেশের পোস্টার বয়।
প্রসঙ্গত, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিশিরের সঙ্গে। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সাজানো সংসার তাদের। চাঁদের কলঙ্ক বাদ দিলে সবকিছু ধবধবে সাদা। বিতর্ক ছাড়া সাকিবও এমনটাই।