ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৬ কোটি ব্যালট ও অর্ধকোটি ফরম ছাপছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৭৫ বার

ছয় কোটি ব্যালট ও অর্ধকোটি ফরম ছাপছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এসব ব্যালট পেপার ও ফরম ব্যবহার করা হবে। ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সোমবার বিজি প্রেসের উপ-পরিচালকে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের সাথে সমন্বয় করে এসব মুদ্রণ করতে বলা হয়েছে।

আগামী ২ মার্চের মধ্যে এগুলোর ২৫ শতাংশ, ২৪ মার্চ ২৫ শতাংশ এবং বাকিগুলো আগামী ৫ এপ্রিলের মধ্যে মুদ্রণ করে বিতরণের জন্য প্রস্তুত রাখার জন্য চিঠিতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রথম ধাপে ইউপি নির্বাচনের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ৬ কোটি ব্যালট পেপার ছাপানোর নির্দেশনা দেয়া হয়েছে। চেয়াম্যান পদে দলীয়ভাবে নির্বাচন হওয়ায় প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু করতে হবে বলেও বিষয়টি জানানো হয়েছে। এছাড়া নির্বাচনী কাজের জন্য প্রতীকের পোস্টার, অন্যান্য ফরমের প্রায় অর্ধকোটি ফরম ছাপাতে গভর্নমেন্ট প্রিন্টিং (বিজি) প্রেসকে নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদের জন্য সবুজ কাগজে কালো কালি ও সংরক্ষিত নারী সদস্য পদের জন্য গোলাপী কাগজে কালো কালি ব্যবহার করতে হবে। এছাড়া চিঠিতে প্রার্থিতা চূড়ান্ত হলে চেয়ারম্যান পদের জন্য সাদা কাগজে কালো কালির ব্যালট ছাপাতে হবে। পাশাপাশি নির্বাচনে বিভিন্ন পর্যায়ে ব্যবহারের জন্য অর্ধকোটি ফরমও ছাপাতে বলা হয়েছে।

এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গুছিয়ে রাখা হচ্ছে। আইন-বিধির আলোকে সব সামগ্রী সরবরাহ ও মুদ্রণ শিগগিরই শুরু হবে। ইতোমধ্যে প্রেসের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রথম ধাপে ২২ মার্চ ৭৩৯টি ইউনিয়নে ভোট হবে। এর আগে ২২ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে।

নির্বাচন কমিশন ৪০টি নিবন্ধিত দলকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জানাতে চিঠি দিয়েছে কমিশন।

এর আগে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৭১০টি, ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

৬ কোটি ব্যালট ও অর্ধকোটি ফরম ছাপছে ইসি

আপডেট টাইম : ১২:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬

ছয় কোটি ব্যালট ও অর্ধকোটি ফরম ছাপছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এসব ব্যালট পেপার ও ফরম ব্যবহার করা হবে। ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সোমবার বিজি প্রেসের উপ-পরিচালকে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের সাথে সমন্বয় করে এসব মুদ্রণ করতে বলা হয়েছে।

আগামী ২ মার্চের মধ্যে এগুলোর ২৫ শতাংশ, ২৪ মার্চ ২৫ শতাংশ এবং বাকিগুলো আগামী ৫ এপ্রিলের মধ্যে মুদ্রণ করে বিতরণের জন্য প্রস্তুত রাখার জন্য চিঠিতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রথম ধাপে ইউপি নির্বাচনের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ৬ কোটি ব্যালট পেপার ছাপানোর নির্দেশনা দেয়া হয়েছে। চেয়াম্যান পদে দলীয়ভাবে নির্বাচন হওয়ায় প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু করতে হবে বলেও বিষয়টি জানানো হয়েছে। এছাড়া নির্বাচনী কাজের জন্য প্রতীকের পোস্টার, অন্যান্য ফরমের প্রায় অর্ধকোটি ফরম ছাপাতে গভর্নমেন্ট প্রিন্টিং (বিজি) প্রেসকে নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদের জন্য সবুজ কাগজে কালো কালি ও সংরক্ষিত নারী সদস্য পদের জন্য গোলাপী কাগজে কালো কালি ব্যবহার করতে হবে। এছাড়া চিঠিতে প্রার্থিতা চূড়ান্ত হলে চেয়ারম্যান পদের জন্য সাদা কাগজে কালো কালির ব্যালট ছাপাতে হবে। পাশাপাশি নির্বাচনে বিভিন্ন পর্যায়ে ব্যবহারের জন্য অর্ধকোটি ফরমও ছাপাতে বলা হয়েছে।

এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গুছিয়ে রাখা হচ্ছে। আইন-বিধির আলোকে সব সামগ্রী সরবরাহ ও মুদ্রণ শিগগিরই শুরু হবে। ইতোমধ্যে প্রেসের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রথম ধাপে ২২ মার্চ ৭৩৯টি ইউনিয়নে ভোট হবে। এর আগে ২২ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে।

নির্বাচন কমিশন ৪০টি নিবন্ধিত দলকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জানাতে চিঠি দিয়েছে কমিশন।

এর আগে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৭১০টি, ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।