হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ (১৭ মার্চ) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১০০ জন কুরআনে হাফেজের মাধ্যমে ১০০ কুরআন খতম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের বিশেষ অনুষ্ঠানও উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজ (১৭ মার্চ) বুধবার বেলা ১১ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এ কুরআন খতম কার্যক্রম শুরু হবে। এতে ১০০ জন হাফেজে কুরআন অংশগ্রহণ করবেন। সবাই কুরআনুল কারিম এক খতম দেবেন। কুরআন খতম শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।ৎ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহিদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য সারা দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।