টিকা নেওয়ার ৪ দিন পর করোনায় আক্রান্ত কাজী হায়াত

হাওর বার্তা ডেস্কঃ টিকা নেওয়ার ৪ দিন পর কভিড পজেটিভ খ্যাতনামা নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে স্ত্রীসহ তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করে কাজী হায়াত বলেন, ২ তারিখে আমি টিকা নিয়েছি আর ৬ তারিখে জ্বরে আক্রান্ত হই। পরে পরীক্ষা করে কভিড পজেটিভ ফল পাই।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথমদিকে নিউ ইয়র্কে অবস্থানকারী কাজাই হায়াতের পুত্র নায়ক মারুফ করোনা পজেটিভ হন।

স্ত্রীসহ আক্রান্ত হয়েছেন জানিয়ে কাজী হায়াত বৃহস্পতিবার দুপুরে বলেন, আমি ২ মার্চ করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করি। এরপর ৬ তারিখে জ্বর আসে। বুঝতে পারছিলাম না এই জ্বরের কারণ একদিন পরে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে গিয়ে পরীক্ষা করাই। পরীক্ষায় কভিড পজেটিভ আসে। আমার স্ত্রীও আক্রান্ত। কারণ আমরা একসঙ্গেই ছিলাম। একসাথেই জ্বরে আক্রান্ত হয়েছি।

বর্তমানে বাসাতেই রয়েছেন জানিয়ে কাজী হায়াত বলেন, আপাতত আইসোলেটেড হয়ে থাকছি। যদিও কোনো উপসর্গ নেই। হাঁটা চলা সবই করতে পারছি। কিন্তু ডাক্তার বলেছে সতর্ক হয়ে থাকতে। যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে।

স্ত্রীসহ কাজী হায়াত ২ মার্চ তারিখ রাজধানীর মগবাজারের একটি হাসপাতাল থেকে করোনার টিকা নেন।

এর আগে কাজী হায়াতের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ১০টি রিং পরানো রয়েছে। এছাড়া কাজী হায়াতের স্ত্রীর হার্টেও ৫টি রিং পরানো রয়েছে এবং  ডায়াবেটিস রয়েছে।

কাজী হায়াত বলেন, আমরা দুজন মানুষ সকলের নিকট দোয়া চাই। যেন এই সময়টা কাটিয়ে উঠতে পারি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর