ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কবর খননের সঠিক নিয়ম কোনটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৫০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষের মৃত্যুর পর দাফনের জন্য সুন্দরভাবে কবর খনন করাও সুন্নাত। আর সুন্নাত পদ্ধতিতে কোনো মুসলমানকে দাফন করার জন্য কীভাবে কবর খনন করতে হয় কিংবা কবর কী পরিমাণ গভীর করতে হয়; তা অনেকেই জানে না। আসুন জেনে নিই, সঠিক পদ্ধতিতে কবর খননের নিয়ম-

কবর খননের আগে প্রথমেই দেখতে হবে মাটি শক্ত-মজবুত নাকি নরম। তারপর মাটির ধরণ অনুযায়ী কবর খনন করতে হয়। তাহলো এমন-

> শক্ত বা মজবুত মাটি
যেসব কবরস্থানের মাটি শক্ত ও মজবুত; সেসব স্থানে লাহদ (বোগলী) কবর খনন করা সুন্নত। সেটা হল-স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর নীচে পশ্চিম (কেবলার) দিক দিয়ে একটি গর্ত করবে এবং পশ্চিম দিকের ঐ গর্তের মধ্যে লাশ রাখবে।

> নরম মাটি
আর যেসব কবরস্থানের মাটি নরম; সেখানে লাহদ বা বোগলী কবর করলে মাটি ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকে। তাই সেসব জায়গায় সিন্দুক কবর করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর নীচের দিকে গিয়ে মাঝ বরাবর একটি গর্ত করবে এবং সেখানে লাশ রাখবে।

> কবরের গভীরতা
মাটির উপর নির্ভর করে কবর লাহদ বা বোগলী হোক কিংবা সিন্দুক কবর হোক; উভয় ক্ষেত্রে একজন মধ্যম দৈহিক গড়নের ব্যক্তির কমপক্ষে নাভি পর্যন্ত গভীর হতে হবে। তবে যে এলাকায় যেটার প্রচলন আছে সে অনুযায়ী গভীর করাই উচিত।

আর কবরের দের্ঘ্য হবে মৃতের দৈর্ঘে্যর সমান এবং প্রস্থ হবে মৃতব্যক্তির দৈর্ঘ্যরে অর্ধেক বা তারচেয়ে কিছু কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

কবর খননের সঠিক নিয়ম কোনটি

আপডেট টাইম : ০৯:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

হাওর বার্তা ডেস্কঃ মানুষের মৃত্যুর পর দাফনের জন্য সুন্দরভাবে কবর খনন করাও সুন্নাত। আর সুন্নাত পদ্ধতিতে কোনো মুসলমানকে দাফন করার জন্য কীভাবে কবর খনন করতে হয় কিংবা কবর কী পরিমাণ গভীর করতে হয়; তা অনেকেই জানে না। আসুন জেনে নিই, সঠিক পদ্ধতিতে কবর খননের নিয়ম-

কবর খননের আগে প্রথমেই দেখতে হবে মাটি শক্ত-মজবুত নাকি নরম। তারপর মাটির ধরণ অনুযায়ী কবর খনন করতে হয়। তাহলো এমন-

> শক্ত বা মজবুত মাটি
যেসব কবরস্থানের মাটি শক্ত ও মজবুত; সেসব স্থানে লাহদ (বোগলী) কবর খনন করা সুন্নত। সেটা হল-স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর নীচে পশ্চিম (কেবলার) দিক দিয়ে একটি গর্ত করবে এবং পশ্চিম দিকের ঐ গর্তের মধ্যে লাশ রাখবে।

> নরম মাটি
আর যেসব কবরস্থানের মাটি নরম; সেখানে লাহদ বা বোগলী কবর করলে মাটি ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকে। তাই সেসব জায়গায় সিন্দুক কবর করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর নীচের দিকে গিয়ে মাঝ বরাবর একটি গর্ত করবে এবং সেখানে লাশ রাখবে।

> কবরের গভীরতা
মাটির উপর নির্ভর করে কবর লাহদ বা বোগলী হোক কিংবা সিন্দুক কবর হোক; উভয় ক্ষেত্রে একজন মধ্যম দৈহিক গড়নের ব্যক্তির কমপক্ষে নাভি পর্যন্ত গভীর হতে হবে। তবে যে এলাকায় যেটার প্রচলন আছে সে অনুযায়ী গভীর করাই উচিত।

আর কবরের দের্ঘ্য হবে মৃতের দৈর্ঘে্যর সমান এবং প্রস্থ হবে মৃতব্যক্তির দৈর্ঘ্যরে অর্ধেক বা তারচেয়ে কিছু কম।