হাওর বার্তা ডেস্কঃ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তায় ভাটা পড়েছে তাদের নীতিগত পরিবর্তনের সিদ্ধান্তের কারণে। নতুন নিয়ম ব্যবহারকারীরা মেনে না নিলে তাদের অ্যাকাউন্টের পরিণতি কী হতো সেটা এতদিন অনিশ্চিত ছিল।
ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সম্প্রতি প্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চকে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। যেসব ব্যবহারকারী আগামী ১৫ মে’র মধ্যে নতুন নিয়ম মানবে না, তাদের আইডি শুরুতেই বন্ধ হয়ে যাবে না।
তবে যেসব ব্যবহারকারী নিয়ম মানবে না তাদের জন্য বেশ কিছু ফিচার সীমিত করে দেবে প্ল্যাটফর্মটি-
* ব্যবহারকারীরা ইনকামিং কল রিসিভ করতে পারবেন। এছাড়াও নোটিফিকেশন দেখতে পারবেন।
* নিজেরা কোনো মেসেজ পাঠাতে বা অন্যের পাঠানো বার্তা পড়তে পারবেন না।
* নিয়ম মেনে না নেয়ার কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে, সেটি আর ফেরত পাওয়া যাবে না। ব্যবহারকারীর সব মেসেজ বা বার্তা মুছে ফেলা হবে।
* ব্যবহারকারীর আইডি সব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেয়া হবে। অনেক ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রাখেন। তবে আগে থেকে সংরক্ষণ করে রাখা ব্যাকআপও মুছে ফেলা হবে।
হোয়াটসঅ্যাপ আগেই বলেছিল, নীতিমালার এই হালনাগাদ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের গোপনীয়তার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তবে ব্যবহারকারীরা চাইলে আগামী ১৫ মে এর পূর্বে নিজেদের চ্যাটের যাবতীয় তথ্য ডাউনলোড করে রাখতে পারবেন।