ধীরে ধীরে আরো দূরে যাচ্ছো তুমি
ফানুস যেমন যায়
ঘুড়ি যা পারে না
ফিরে আসার কোনো সম্ভাবনা না থাকা
কৃত্রিম উপগ্রহের মতো
দূরে চলে যাচ্ছো তুমি
হয়তো বোঝবার মধ্যে আছে বিশাল ভুল
অথবা একগ্র্যামও মিথ্যে নয় অনুমান
তোমার এখন বহুমুখী চলাচল
উল্লাস-আনন্দের ফ্রাইয়ে মিনিচিলিসস
শূন্য ও এক নিয়ন্ত্রিত সময়ের চারুপথে
হৃদয় কিংবা মস্তিষ্ক বদলের শল্যচিকিৎসা
অথবা অন্তর্গত রহস্যময়তায়
উন্মোচিত হয়ে গেছে ননস্টপ সুখের জগত
কেউ জেনে গেছে জীবন বাজাতে
অন্যকেউ বেজে ওঠে হাওয়ায় ঝাউগাছ
চোখের সরোবরে খুশির ঢেউ অশ্রুর ফ্যাক্টরিতে লক-আউট
সকল দরোজায় দিয়েছো সুকঠিণ তালা
না তুমি থাকলে আজ এ আমার
না আমি থাকলাম অতএব তোমার