অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ
এলাম আর গেলামস
ঞ্চয়ে কি পেলাম
জমার ঘরে কি রেখে গেলাম।
হাত তালি পেলাম না
দিলামও না
এর নাম কি জীবন?
কাঁদতে হবে
কাঁদাতে হবে
জীবনকে করে আপন।
কেন এলাম আর গেলাম
মধ্যজামে বসে
কতো ফুল ফুটালাম?
শ্রম ঘাম যা ছিলো
মানব কল্যাণে
সবইতো দিয়ে গেলাম।
কেউ হলো না খুশী
করলো না স্নেহ আদর
বললো না ভালোবাসি।
দূর ঠিকানার চিঠি এলে
সুঁই সূতা সবকিছু ফেলে
যেতে হবে চলে।
মানবে না কোন অজুহাত
বুলেট বোমার আতংঙ্ক
যমদূত করবে না কর্ণপাত।
রাখতে হবে খাটিয়ার প্রস্তুতি
যেতে হবে সাদা কাফুন পড়ে
তালা চাবি বিহীন ঘরে।