হাওর বার্তা ডেস্কঃ অবশেষে শেষ হলো ১৪তম আইপিএলের জন্য মিনি অকশন (ছোট নিলাম)। চেন্নাইতে অনুষ্ঠিত এই নিলাম নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে আগ্রহের বিন্দুমাত্র কমতি ছিল না। অবশেষে টাকার ঝনঝনানি দিয়ে আইপিএলের এবারের নিলাম শেষ হলো।
যেখানে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম, ১৬.২৫ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। ১৫ কোটিতে বিক্রি হয়েছে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। ১৪.২৫ কোটিতে বিক্রি হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ কোটিতে ঝিয়ে রিচার্ডসন।
এবারের নিলাম থেকে কোন ক্রিকেটারকে কিনলো কোন ফ্রাঞ্চাইজি তা এক নজরে দেখে নেয়া যাক।
চেন্নাই সুপার কিংস
কৃষ্ণাপ্পা গৌথাম (৯.২৫ কোটি), মঈন আলি (৭ কোটি), চেতেশ্বর পুজারা (৫০ লাখ), কে ভাগাত ভার্মা (২০ লাখ), সি হারি নিশান্থ (২০ লাখ), এম হরিশঙ্কর রেড্ডি (২০ লাখ)।
দিল্লি ক্যাপিটালস
টম কুরান (৫.২৫ কোটি), স্টিভেন স্মিথ (২.২ কোটি), স্যাম বিলিংস (২ কোটি), উমেষ যাদব (১ কোটি), রিপাল প্যাটেল (২০ লাখ), বিষ্ণু বিনোদ (২০ লাখ), লুকমান মেরিওয়ালা (২০ লাখ), এম সিদ্ধার্থ (২০ লাখ)।
কলকাতা নাইট রাইডার্স
সাকিব আল হাসান (৩.২ কোটি), হরভজন সিং (২ কোটি), বেন কাটিং (৭৫ লাখ), করুন নায়ার (৫০ লাখ), পবন নেগি (৫০ লাখ), শেলডন জ্যাকসন (২০ লাখ), ভেঙ্কটেশ আয়ার (২০ লাখ), ভাইভাব অরোরা (২০ লাখ)।
মুম্বাই ইন্ডিয়ান্স
নাথান কাউল্টার নেইল (৫ কোটি), অ্যাডাম মিলনে (৩.৩ কোটি), পিযুশ চাওলা (২.৪ কোটি), জিমি নিশাম (৫০ লাখ), যুধভির চারাক (২০ লাখ), ম্যাক্রো জ্যানসেন (২০ লাখ), অর্জুন টেন্ডুলকার (২০ লাখ)।
পাঞ্জাব কিংস
ঝিয়ে রিচার্ডসন (১৪ কোটি), রিলে মেরেডিথ (৮ কোটি), শাহরুখ খান (৫.২৫ কোটি), মইসেস হেনরিক্স (৪.২ কোটি), ডেভিড মালান (১.৫ কোটি), ফ্যাবিয়েন অ্যালেন (৭৫ লাখ), জালাজ সাক্সেনা (৩০ লাখ), সৌরভ কুমার (২০ লাখ), উৎকারাস সিং (২০ লাখ)।
রাজস্থান রয়্যালস
ক্রিস মরিস (১৬.২৫ কোটি), শিভাম দুবে (৪.৪ কোটি), চেতন সাকারিয়া (১.২ কোটি), মোস্তাফিজুর রহমান (১ কোটি), লিয়াম লিভিংস্টোন (৭৫ লাখ), আকাশ সিং (২০ লাখ), কেসি ক্যারিয়াপ্পা (২০ লাখ), কুলদ্বীপ যাদব (২০ লাখ)।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
কাইল জেমিসন (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১৪.২৫ কোটি), ড্যান ক্রিশ্চিয়ান (৪.৮ কোটি), শচিন বেবি (২০ লাখ), রজত পতিদর (২০ লাখ), মোহাম্মদ আজহারুদ্দিন (২০ লাখ), সুয়াস প্রভুদেশাই (২০ লাখ), কেএস ভারত (২০ লাখ)।
সানরাইজার্স হায়দরাবাদ
কেদার যাদব (২ কোটি), মুজিব-উর রহমান (১.৫ কোটি), জে সুচিথ (৩০ লাখ)।