হাওর বার্তা ডেস্কঃ ভিত্তি মূলেই আইপিএলের চতুর্দশ আসরে দল পেলেন মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারকে ১ কোটি রুপিতে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএল নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসানও।
২০১৬ আইপিএলে ১ কোটি ৪০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক আসরেই সাড়া জাগানো পারফমেন্স করেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদও জেতে শিরোপা। পরের বছর বিবর্ণ পারফরমেন্সে ২০১৮ সালে মোস্তাফিজকে ছেড়ে দেয় হায়দরাবাদ। ২ কোটি রুপিতে ২০১৮ আইপিএলে মোস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৯ সালে মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২০ আইপিএল নিলামে অবিক্রিত থাকেন টাইগার পেসার। পরে অবশ্য মোস্তাফিজকে দলে ভেড়াতে চেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি চলায় আইপিএলের ত্রয়োদশ আসরে খেলা হয়নি মোস্তাফিজের। পরে স্থগিত হয়ে যায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আইপিএলে খেলার সুযোগ হারান মোস্তাফিজও।
আইপিএলে তিন আসরে ২৪ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। ৭.৫১ ইকোনমিতে মোস্তাফিজের শিকার ২৪ উইকেট। ১৬ রানে ৩ উইকেট আইপিএলে তার সেরা বোলিং ফিগার।