কেবল এক টুকরো প্রিমিয়াম কাঠ দিয়ে তৈরি ওয়ারল্যাস কিবোর্ড ওরে।
উইন্ডোজ৭,৮ ও ১০, ম্যাক, আইফোন, ও আইপ্যাডের সাথে কাজ করতে পারা এই কিবোর্ডটিতে রয়েছে বিল্ট-ইন-ব্লুটুথ।
কি ক্যাপস, পাওয়ার বাটনসহ কিবোর্ডটির সবকিছুই তৈরি করা হয়েছে টেকসই কাঠ দিয়ে।
একসেসরি হিসেবে এর সাথে রয়েছে মাল্টিটাচ ট্র্যাকপ্যাড ও একটি চামড়ার তৈরি বোর্ড লেদার পাউচ।
ম্যাপল ও ওয়ালনাট-দুধরনের কাঠ দিয়ে পৃথক দুটি ডিজাইনে ফ্রান্সের বাজারে পাওয়া যাচ্ছে এই অসামান্য কিবোর্ডটি।
কম্পিউটার চালনায় কাঠের এ কিবোর্ডটি ফরাসি প্রতিষ্ঠানটির প্রযুক্তিবিষয়ক কারিগরদের হস্তশিল্পের দুর্দান্ত এক সৃষ্টি।
এর দাম ধরা হয়েছে মাত্র ১৯০ মার্কিন ডলার।