ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাঠের তৈরি পোর্টেবল ওয়ারল্যাস কিবোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৬
  • ৮৪৭ বার

কেবল এক টুকরো প্রিমিয়াম কাঠ দিয়ে তৈরি ওয়ারল্যাস কিবোর্ড ওরে।

উইন্ডোজ৭,৮ ও ১০, ম্যাক, আইফোন, ও আইপ্যাডের সাথে কাজ করতে পারা এই কিবোর্ডটিতে রয়েছে বিল্ট-ইন-ব্লুটুথ।

কি ক্যাপস, পাওয়ার বাটনসহ কিবোর্ডটির সবকিছুই তৈরি করা হয়েছে টেকসই কাঠ দিয়ে।

একসেসরি হিসেবে এর সাথে রয়েছে মাল্টিটাচ ট্র্যাকপ্যাড ও একটি চামড়ার তৈরি বোর্ড লেদার পাউচ।

ম্যাপল ও ওয়ালনাট-দুধরনের কাঠ দিয়ে পৃথক দুটি ডিজাইনে ফ্রান্সের বাজারে পাওয়া যাচ্ছে এই অসামান্য কিবোর্ডটি।

কম্পিউটার চালনায় কাঠের এ কিবোর্ডটি ফরাসি প্রতিষ্ঠানটির প্রযুক্তিবিষয়ক কারিগরদের হস্তশিল্পের দুর্দান্ত এক সৃষ্টি।

এর দাম ধরা হয়েছে মাত্র ১৯০ মার্কিন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কাঠের তৈরি পোর্টেবল ওয়ারল্যাস কিবোর্ড

আপডেট টাইম : ১২:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৬

কেবল এক টুকরো প্রিমিয়াম কাঠ দিয়ে তৈরি ওয়ারল্যাস কিবোর্ড ওরে।

উইন্ডোজ৭,৮ ও ১০, ম্যাক, আইফোন, ও আইপ্যাডের সাথে কাজ করতে পারা এই কিবোর্ডটিতে রয়েছে বিল্ট-ইন-ব্লুটুথ।

কি ক্যাপস, পাওয়ার বাটনসহ কিবোর্ডটির সবকিছুই তৈরি করা হয়েছে টেকসই কাঠ দিয়ে।

একসেসরি হিসেবে এর সাথে রয়েছে মাল্টিটাচ ট্র্যাকপ্যাড ও একটি চামড়ার তৈরি বোর্ড লেদার পাউচ।

ম্যাপল ও ওয়ালনাট-দুধরনের কাঠ দিয়ে পৃথক দুটি ডিজাইনে ফ্রান্সের বাজারে পাওয়া যাচ্ছে এই অসামান্য কিবোর্ডটি।

কম্পিউটার চালনায় কাঠের এ কিবোর্ডটি ফরাসি প্রতিষ্ঠানটির প্রযুক্তিবিষয়ক কারিগরদের হস্তশিল্পের দুর্দান্ত এক সৃষ্টি।

এর দাম ধরা হয়েছে মাত্র ১৯০ মার্কিন ডলার।