বিমানবন্দরে ফি বাঁচাতে ৩০ কেজি কমলা খেলেন চার যুবক

হাওর বার্তা ডেস্কঃ লাগেজের বাড়তি ওজনের কারণে বাড়তি ফি দিতে হবে। সেই ফি বাঁচাতে বিমানবন্দরে বসেই ৩০ কেজি কমলা খেয়ে ফেললেন চার পর্যটক। অবাক করা এই কাণ্ড ঘটেছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইউনান প্রদেশের কুনমিং বিমানবন্দরে।

গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, ওই চার পর্যটক ৩০ কেজি ওজনের কমলালেবুর বাক্স নিয়ে যাচ্ছিলেন। তারা বিমানবন্দরে এসে দেখতে পান যে অতিরিক্ত ব্যাগের জন্য তাদেরকে ৩০০ ইউয়ান (প্রায় ৪ হাজার টাকা) ফি গুনতে হবে। কিন্তু তারা এটি দিতে রাজি নন। তাই বিমানবন্দরে বসেই ৩০ কেজি কমলালেবু খেয়ে ফেলেন।

খবরে বলা হয়েছে, তারা ওই ৩০ কেজি কমলা ৫০ ইউয়ান (৬৫৫ টাকা) দিয়ে কিনেছিলেন। কিন্তু ৬৫৫ টাকার পণ্যের জন্য ৪ হাজার টাকা ফি দিতে রাজি হননি তারা। ব্যবসায়ের কাজে তারা ভ্রমণ করছিলেন।

ঠিক করলেন সেই মুহূর্তেই বিমানবন্দরে দাঁড়িয়ে সব কটা কমলালেবু খেয়ে ফেলবেন৷ আর সেই মতোই কাজ সারা৷ আধ ঘণ্টার মধ্যে ৩০ কিজি লেবু গলাধঃকরণ করে ফেললেন৷ যা দেখে হতভম্ভ বিমানবন্দরের কর্মীরাও৷

তারা সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা কেবল ওখানে দাঁড়িয়েছি এবং সবটা খেয়ে ফেলেছি৷ এর জন্য মাত্র ২০ থেকে ৩০ মিনিটে লেগেছে৷

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর