ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেকআপ ছাড়া আমাকে এতো ভালো লাগে সেটা প্রথম জানলাম: দীঘি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ১৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শাপলা মিডিয়া প্রযোজিত পাঁচটি সিনেমায় চু’ক্তিব’দ্ধ হয়েছিলেন শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। যার মধ্যে শেষ হয়েছে শামীম আহমেদ রনী পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাজ। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন নবাগত শান্ত।

ঘোষিত সিনেমাগুলোর মধ্যে পরিচালক শামীম আহমেদ রনীর ছিল দুটি। মালেক আফসারী, কাজী হায়াৎ এবং শাহীন সুমনের ছিল একটি করে। দীঘিকে নিয়ে শাপলা মিডিয়ার একটি সিনেমা শেষ হলেও বাকি চারটির তেমন কোনো আওয়াজ নেই। শোনা যাচ্ছে, শাপলা মিডিয়ার বাকি সিনেমাগুলো থেকে বাদ দেয়া হয়েছে দীঘিকে। অন্য নায়িকা নিয়ে সিনেমাগুলো করতে আ’গ্রহী প্রযোজক।

একসঙ্গে একাধিক সিনেমা থেকে দীঘির বাদ পড়ার খবর চাউর হয়েছে ফিল্মপাড়ায়। যদিও বিষয়টি পরিষ্কার করে কিছুই বলেননি শাপলা মিডিয়ার ক’র্ণধার সেলিম খান। গত বুধবার (২৭ জানুয়ারি) তার সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা বলে ফোন রেখে দেন তিনি। পরে খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরে নিজের নির্বাচনী এলাকায় আছেন সেলিম খান। এদিকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রায়ণে মুম্বাই আছেন দীঘি। মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলছে সিনেমার কাজ। চিত্রায়ণের ফাঁ’কে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দীঘি।

একাধিক সিনেমা থেকে বাদের খবরে তিনি বলেন, মূলত একটি সিনেমা নিয়ে শাপলা মিডিয়ার সঙ্গে আমার চু’ক্তি হয়েছে। বাকিগুলো মুখে মুখে। বাদ দিতে হলে তো আগে নিতে হবে। না নিয়ে কীভাবে বাদ দেয়? বাকি সিনেমাগুলোর ব্যাপারে কোনো চু’ক্তি হয়নি। শুনেছি সিনেমাগুলোই হবে না তাহলে বাদের কথা কেনো আসছে? এই মুহূর্তে শাপলা মিডিয়ার সিনেমা নিয়ে খুব বেশি আগ্রহ নেই দীঘির। আলা’পকালে এমনটাও জানান এ অভিনেত্রী। তার ভাষায়, আমার হাতে আরো অনেকগুলো সিনেমা এবং ওয়েব সিরিজ আছে। সেগুলো ডেট আমি দেশে ফিরেই দিব। আপাতত বঙ্গবন্ধু বা’য়ো’পিক ছাড়া অন্য কিছু ভাবছি না। এতো বড় একটা কাজের সঙ্গে যু’ক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত। আমার আর কোনো চাওয়া নেই।

 

২২ জানুয়ারি মুম্বাই গিয়েছেন দীঘি। ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে চি’ত্রায়ণ চলবে তার। তারপর ফিরবেন দেশে, মার্চে শেষে আবার যাবেন মুম্বাই। এরপরই শেষ হবে বায়োপিকে দীঘির অংশে কাজ। বায়োপিকে কাজের অভি’জ্ঞ’তা জানিয়ে শিশু শিল্পী থেকে নায়িকা বনে যাওয়া এ অভিনেত্রী বলেন, অভি’জ্ঞতা অন্যরকম। পুরো টিম খুব অ্যা’কটিভ। এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে সত্যি আনন্দিত। আমার অভিজ্ঞতার ঝু’লিতে অনেককিছু যু’ক্ত হয়েছে।

 

যোগ করে দীঘি আরো বলেন, বায়োপিকে আমার কোনো মেকআপ নেই। সম্পূ’র্ণ ন্যাচারাল লুকে কাজ করছি। প্রথমে একটু টেনশনে ছিলাম, ন্যাচারাল লুকে ভালো লাগবে কি না তা নিয়ে। কিন্তু পরে যখন ফুটেজ দেখলাম তখন অনেক শান্তি পেলাম। মেকআপ ছাড়া আমাকে এতো ভালো লাগে সেটা প্রথম জানলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মেকআপ ছাড়া আমাকে এতো ভালো লাগে সেটা প্রথম জানলাম: দীঘি

আপডেট টাইম : ০২:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

হাওর বার্তা ডেস্কঃ শাপলা মিডিয়া প্রযোজিত পাঁচটি সিনেমায় চু’ক্তিব’দ্ধ হয়েছিলেন শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। যার মধ্যে শেষ হয়েছে শামীম আহমেদ রনী পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাজ। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন নবাগত শান্ত।

ঘোষিত সিনেমাগুলোর মধ্যে পরিচালক শামীম আহমেদ রনীর ছিল দুটি। মালেক আফসারী, কাজী হায়াৎ এবং শাহীন সুমনের ছিল একটি করে। দীঘিকে নিয়ে শাপলা মিডিয়ার একটি সিনেমা শেষ হলেও বাকি চারটির তেমন কোনো আওয়াজ নেই। শোনা যাচ্ছে, শাপলা মিডিয়ার বাকি সিনেমাগুলো থেকে বাদ দেয়া হয়েছে দীঘিকে। অন্য নায়িকা নিয়ে সিনেমাগুলো করতে আ’গ্রহী প্রযোজক।

একসঙ্গে একাধিক সিনেমা থেকে দীঘির বাদ পড়ার খবর চাউর হয়েছে ফিল্মপাড়ায়। যদিও বিষয়টি পরিষ্কার করে কিছুই বলেননি শাপলা মিডিয়ার ক’র্ণধার সেলিম খান। গত বুধবার (২৭ জানুয়ারি) তার সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা বলে ফোন রেখে দেন তিনি। পরে খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরে নিজের নির্বাচনী এলাকায় আছেন সেলিম খান। এদিকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রায়ণে মুম্বাই আছেন দীঘি। মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলছে সিনেমার কাজ। চিত্রায়ণের ফাঁ’কে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দীঘি।

একাধিক সিনেমা থেকে বাদের খবরে তিনি বলেন, মূলত একটি সিনেমা নিয়ে শাপলা মিডিয়ার সঙ্গে আমার চু’ক্তি হয়েছে। বাকিগুলো মুখে মুখে। বাদ দিতে হলে তো আগে নিতে হবে। না নিয়ে কীভাবে বাদ দেয়? বাকি সিনেমাগুলোর ব্যাপারে কোনো চু’ক্তি হয়নি। শুনেছি সিনেমাগুলোই হবে না তাহলে বাদের কথা কেনো আসছে? এই মুহূর্তে শাপলা মিডিয়ার সিনেমা নিয়ে খুব বেশি আগ্রহ নেই দীঘির। আলা’পকালে এমনটাও জানান এ অভিনেত্রী। তার ভাষায়, আমার হাতে আরো অনেকগুলো সিনেমা এবং ওয়েব সিরিজ আছে। সেগুলো ডেট আমি দেশে ফিরেই দিব। আপাতত বঙ্গবন্ধু বা’য়ো’পিক ছাড়া অন্য কিছু ভাবছি না। এতো বড় একটা কাজের সঙ্গে যু’ক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত। আমার আর কোনো চাওয়া নেই।

 

২২ জানুয়ারি মুম্বাই গিয়েছেন দীঘি। ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে চি’ত্রায়ণ চলবে তার। তারপর ফিরবেন দেশে, মার্চে শেষে আবার যাবেন মুম্বাই। এরপরই শেষ হবে বায়োপিকে দীঘির অংশে কাজ। বায়োপিকে কাজের অভি’জ্ঞ’তা জানিয়ে শিশু শিল্পী থেকে নায়িকা বনে যাওয়া এ অভিনেত্রী বলেন, অভি’জ্ঞতা অন্যরকম। পুরো টিম খুব অ্যা’কটিভ। এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে সত্যি আনন্দিত। আমার অভিজ্ঞতার ঝু’লিতে অনেককিছু যু’ক্ত হয়েছে।

 

যোগ করে দীঘি আরো বলেন, বায়োপিকে আমার কোনো মেকআপ নেই। সম্পূ’র্ণ ন্যাচারাল লুকে কাজ করছি। প্রথমে একটু টেনশনে ছিলাম, ন্যাচারাল লুকে ভালো লাগবে কি না তা নিয়ে। কিন্তু পরে যখন ফুটেজ দেখলাম তখন অনেক শান্তি পেলাম। মেকআপ ছাড়া আমাকে এতো ভালো লাগে সেটা প্রথম জানলাম।