ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এমপি তৌফিকের ঘোষণা: হাওর হবে মডেল শহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • ১৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এক সময়ের অবহেলিত কিশোরগঞ্জের হাওরাঞ্চলে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগামীতে এ হাওরেই মডেল শহর হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র এমপি রেজওয়ান আহমেদ তৌফিক।
সোমবার (২৫ জানুয়ারি) মিঠামইনে ধোবাজোড়া খালের উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
এমপি তৌফিক বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ-কালবার্ট, সেনানিবাস, স্টেডিয়াম,পলিটেকনিক্যাল কলেজসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে এ মিঠামইনের হাওরে। এটি সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকার ও দুই দুইবারের মহামান্য রাষ্ট্রপতির কারণে।’
হাওরাঞ্চলকে পর্যটন এলাকা ঘোষণার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘হোসেনপুরে প্রেসিডেন্ট রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। পর্যটকদের জন্য মিঠামইন সদরে অনুরূপ আরো রিসোর্ট নির্মাণ করা হবে। উড়াল সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।’
এসময় এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যে কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদারদের সার্বিক সহযোগিতা করবেন। কোন অনিয়ম হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষসহ আমাকে অবগত করবেন।’
সব শেষে মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ূ কামনা করে সকলকে দোয়া করার আহ্বান জানান রাষ্ট্রপতিপুত্র।
মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া পিংগাতিয়া খালের উপর মিঠামইন-কাটখাল সড়কে ৯৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪৩ লক্ষ টাকা। এ সেতুর কাজ বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিঠামইন। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ভাটী বাংলা’ এ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে।
ঘাগড়া আঃ গণি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুখলেছুর রহমান ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাঈন উদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফিজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান (এলজিইডি), মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম প্রমুখ।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়াসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠানের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ঘাগড়া অটোরিক্সা মালিক সমিতির প্রায় শতাধিক গাড়িসহ চালকগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এমপি তৌফিকের ঘোষণা: হাওর হবে মডেল শহর

আপডেট টাইম : ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১

হাওর বার্তা ডেস্কঃ এক সময়ের অবহেলিত কিশোরগঞ্জের হাওরাঞ্চলে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগামীতে এ হাওরেই মডেল শহর হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র এমপি রেজওয়ান আহমেদ তৌফিক।
সোমবার (২৫ জানুয়ারি) মিঠামইনে ধোবাজোড়া খালের উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
এমপি তৌফিক বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ-কালবার্ট, সেনানিবাস, স্টেডিয়াম,পলিটেকনিক্যাল কলেজসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে এ মিঠামইনের হাওরে। এটি সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকার ও দুই দুইবারের মহামান্য রাষ্ট্রপতির কারণে।’
হাওরাঞ্চলকে পর্যটন এলাকা ঘোষণার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘হোসেনপুরে প্রেসিডেন্ট রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। পর্যটকদের জন্য মিঠামইন সদরে অনুরূপ আরো রিসোর্ট নির্মাণ করা হবে। উড়াল সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।’
এসময় এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যে কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদারদের সার্বিক সহযোগিতা করবেন। কোন অনিয়ম হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষসহ আমাকে অবগত করবেন।’
সব শেষে মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ূ কামনা করে সকলকে দোয়া করার আহ্বান জানান রাষ্ট্রপতিপুত্র।
মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া পিংগাতিয়া খালের উপর মিঠামইন-কাটখাল সড়কে ৯৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪৩ লক্ষ টাকা। এ সেতুর কাজ বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিঠামইন। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ভাটী বাংলা’ এ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে।
ঘাগড়া আঃ গণি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুখলেছুর রহমান ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাঈন উদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফিজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান (এলজিইডি), মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম প্রমুখ।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়াসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠানের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ঘাগড়া অটোরিক্সা মালিক সমিতির প্রায় শতাধিক গাড়িসহ চালকগণ উপস্থিত ছিলেন।