রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে বাসটির ধাক্কায় রাস্তার পাশের লোহার ব্যারিকেড ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা বিএম ফরমান আলী জানান, একটি লোকাল বাস ব্রেকফেল করে রাস্তার পাশের লোহার ব্যারিকেডে আঘাত করে। এতে ব্যারিকেডের কিছু অংশ ভেঙে যায়। ভেতরে যাত্রী থাকলেও কেউ কোনো আঘাত পাননি।