ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে বসেই বেকাররা পাবেন চাকরিজীবীদের সমান ভাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫৫০ বার

এমন সুযোগ কেউ কি হাত ছাড়া করতে চাইবেন। আর সবারই চাইলেও আমি অনন্ত না। তবে এবার এমনই সুযোগ করেদিয়ে এদেশের নাগরিকদের মাসিক আয় নিশ্চিৎ করতে এক নয়া নিয়ম চালু করতে চলেছে সুইজারল্যান্ড সরকার৷ এবার থেকে বাড়িতে বসেই সুইস নাগরিকরা প্রতি সপ্তাহে ৪২৫ পাউন্ড (প্রতি মাসে ১৭০০ ব্রিটিশ পাউন্ড) যা (বাংলা টাকার হয় প্রায় ১ লাখ ৩৪ হাজার) করে ‘গ্যারেন্টেড ইনকাম’ করবেন৷

চাকরি না পেলেও বাসিন্দাদের খাওয়া-দাওয়া ও ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে এই ব্যবস্তা করছেন। যাতে কোনো সে দেশের নাগরীকদের কোন প্রকার অসুবিধা না হয়, সে কথা ভেবে এই টাকা দেবে সরকারই৷ নয়া নিয়মের প্রচলন হলে সুইজারল্যান্ডই হবে বিশ্বের প্রথম দেশ যার প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক মাসপ্রতি ১৭০০ ব্রিটিশ পাউন্ড ‘ভাতা’ হিসেবে পাবেন৷

এই নয়া প্রস্তাব সরকারের কাছে উত্থাপন করেছেন সুইস বুদ্ধিজীবীরা৷ দেশের কোনো বাসিন্দা কর্মরতই হোক বা বেকার ভাতা পাবেন প্রত্যেকে৷ কারণ এই ভাতা ‘বেকার ভাতা’ নয়, এ হল প্রস্তাবিত মাসিক ভাতা৷ বড়দের ১৭০০ পাউন্ড ও ছোটদের ১০০ পাউন্ড করে ভাতা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে৷ নয়া ভাতা-বিধি চালু হয়ে গেলে প্রতি বছর সুইস সরকারের বাড়তি ১৪৩ বিলিয়ন ব্রিটিশ পাউন্ড খরচ হবে৷

যদিও সুইস বুদ্ধিজীবীদের এই প্রস্তাবের বিরুদ্ধেও মত প্রকাশ করেছেন কেউ কেউ৷ আর রাজনৈতিক দলগুলিও তেমন উৎসাহ দেখাচ্ছে না৷ বিরোধীদের বক্তব্য, ‘গ্যারেন্টেড ইনকাম স্কিম’ চালু হয়ে গেলে বাসিন্দারা আর কর্মক্ষেত্রমুখী হবেন না৷ বিষয়টি আপাতত প্রস্তাব আকারে রয়েছে৷ ভোটাভুটির মাধ্যমে এই প্রস্তাব আইনি চেহারা পাবে কি না, সেদিকেই এখন তাকিয়ে গোটা দুনিয়া!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ঘরে বসেই বেকাররা পাবেন চাকরিজীবীদের সমান ভাতা

আপডেট টাইম : ১০:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬

এমন সুযোগ কেউ কি হাত ছাড়া করতে চাইবেন। আর সবারই চাইলেও আমি অনন্ত না। তবে এবার এমনই সুযোগ করেদিয়ে এদেশের নাগরিকদের মাসিক আয় নিশ্চিৎ করতে এক নয়া নিয়ম চালু করতে চলেছে সুইজারল্যান্ড সরকার৷ এবার থেকে বাড়িতে বসেই সুইস নাগরিকরা প্রতি সপ্তাহে ৪২৫ পাউন্ড (প্রতি মাসে ১৭০০ ব্রিটিশ পাউন্ড) যা (বাংলা টাকার হয় প্রায় ১ লাখ ৩৪ হাজার) করে ‘গ্যারেন্টেড ইনকাম’ করবেন৷

চাকরি না পেলেও বাসিন্দাদের খাওয়া-দাওয়া ও ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে এই ব্যবস্তা করছেন। যাতে কোনো সে দেশের নাগরীকদের কোন প্রকার অসুবিধা না হয়, সে কথা ভেবে এই টাকা দেবে সরকারই৷ নয়া নিয়মের প্রচলন হলে সুইজারল্যান্ডই হবে বিশ্বের প্রথম দেশ যার প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক মাসপ্রতি ১৭০০ ব্রিটিশ পাউন্ড ‘ভাতা’ হিসেবে পাবেন৷

এই নয়া প্রস্তাব সরকারের কাছে উত্থাপন করেছেন সুইস বুদ্ধিজীবীরা৷ দেশের কোনো বাসিন্দা কর্মরতই হোক বা বেকার ভাতা পাবেন প্রত্যেকে৷ কারণ এই ভাতা ‘বেকার ভাতা’ নয়, এ হল প্রস্তাবিত মাসিক ভাতা৷ বড়দের ১৭০০ পাউন্ড ও ছোটদের ১০০ পাউন্ড করে ভাতা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে৷ নয়া ভাতা-বিধি চালু হয়ে গেলে প্রতি বছর সুইস সরকারের বাড়তি ১৪৩ বিলিয়ন ব্রিটিশ পাউন্ড খরচ হবে৷

যদিও সুইস বুদ্ধিজীবীদের এই প্রস্তাবের বিরুদ্ধেও মত প্রকাশ করেছেন কেউ কেউ৷ আর রাজনৈতিক দলগুলিও তেমন উৎসাহ দেখাচ্ছে না৷ বিরোধীদের বক্তব্য, ‘গ্যারেন্টেড ইনকাম স্কিম’ চালু হয়ে গেলে বাসিন্দারা আর কর্মক্ষেত্রমুখী হবেন না৷ বিষয়টি আপাতত প্রস্তাব আকারে রয়েছে৷ ভোটাভুটির মাধ্যমে এই প্রস্তাব আইনি চেহারা পাবে কি না, সেদিকেই এখন তাকিয়ে গোটা দুনিয়া!