যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবারই প্রথমবারের মতো কোনো মসজিদ পরিদর্শনে যাচ্ছেন। দুই মেয়াদে সাত বছরের মাথায় আগামী বুধবার ওয়াশিংটন ডিসির বাল্টিমোরে ‘মসজিদ আল রহমাহ’ পরিদর্শন করবেন তিনি। শনিবার হোয়াইট হাউজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমেরিকার জন্য মুসলিম-আমেরিকানদের অবদান উদযাপন এবং দৈনন্দিন জীবনে ধর্মীয় স্বাধীনতার গুরুত্বের কথা জোর দিয়ে বলতে প্রেসিডেন্ট ওই মসজিদে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন।
হোয়াইট হাউজের মুখপাত্র কিথ মেলে বলেন, প্রেসিডেন্ট বিশ্বাস করেন, বহুজাতিক বৈচিত্র্যই আমাদের জাতির সবচেয়ে বড় শক্তি।তিনি সবসময়ই বলেন- মুসলিম আমেরিকানরা আমাদের বন্ধু, প্রতিবেশি, সহকর্মী; তারা আমাদের ক্রীড়াঙ্গনের তারকা। তাদের পুরুষ ও নারীরা ইউনিফর্ম পরে আমাদের মতই দেশ রক্ষায় কাজ করছে।
ওবামার এই আগ্রহকে স্বাগত জানিয়ে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স-কেয়ারের মুখপাত্র ইব্রাহিম বলেন, মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বেশ কয়েক বছর ধরেই ওবামাকে মসজিদে যাওয়ার আহ্বান জানানো হচ্ছিল। তার (ওবামা) মসজিদে আগমনে ‘পারষ্পরিক শ্রদ্ধাবোধ’ প্রকাশের চিরাচরিত মার্কিন রীতির স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটবে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়াতে আগ্রহীদের কাছেও এটি একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।
প্রসঙ্গত, ১৯৮০ সালে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর ‘মসজিদ আল রহমাহ’ প্রতিষ্ঠা করে।