এমপিদের বেতনই পাওয়া উচিত না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমান সংসদে প্রশ্ন করতে গিয়ে বলেছেন, ‘আমাদের বেতন বাড়ানো হচ্ছে, আমি তো মনে করি আগের বেতনই পাওয়া উচিত না, আবার বেতন বাড়বে কী?’

রবিবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় ডিএনডি বাঁধের কারণে ওই এলাকার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মানুষের কাছে আমরা যেতে পারি না, আমরা তাদের কী জবাব দিবো।

এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের মতো আমরাও জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে যাই। তবে আপনার এলাকার ওই বাঁধটি এক সময় সেচ প্রকল্প ছিল, এখন যেহেতু তা নেই; তাই বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।

বিডি-প্রতিদিন

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর