ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার খালেদা জিয়ার অবদান: বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬
  • ৪৪৯ বার

উদ্বোধনের অপেক্ষায় থাকা বহুতল বাণিজ্যিক ভবন ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ চারদলীয় জোট সরকার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান বলে দাবি করেছেন চট্টগ্রাম বিএনপির নেতারা। শুক্রবার বিকালে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯১ মিটার উচ্চতার ২১তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ শুরু হয়। তিনি যদি বিনামূল্যে জমি বরাদ্দের ব্যবস্থা ও উদ্যোগ না নিতেন তাহলে চট্টগ্রামবাসীর জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্বপ্নই থেকে যেত। এটা তারই অবদান।’

এতে বলা হয়, সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালের ৩০ জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবৃতির বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

যৌথ বিবৃতিটি দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও চেম্বারের সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, চেম্বারের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সরওয়ার জামান নিজাম, নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলম ও আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল ও উত্তর জেলার সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান।

বিবৃতিতে তারা বলেন, বিএনপি জোট সরকারের সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাজ শুরু হয়েছিল। এ বিষয়ে সার্বিক সহিযোগিতা করেন সেসময়ের বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার খালেদা জিয়ার অবদান: বিএনপি

আপডেট টাইম : ০৯:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬

উদ্বোধনের অপেক্ষায় থাকা বহুতল বাণিজ্যিক ভবন ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ চারদলীয় জোট সরকার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান বলে দাবি করেছেন চট্টগ্রাম বিএনপির নেতারা। শুক্রবার বিকালে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯১ মিটার উচ্চতার ২১তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ শুরু হয়। তিনি যদি বিনামূল্যে জমি বরাদ্দের ব্যবস্থা ও উদ্যোগ না নিতেন তাহলে চট্টগ্রামবাসীর জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্বপ্নই থেকে যেত। এটা তারই অবদান।’

এতে বলা হয়, সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালের ৩০ জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবৃতির বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

যৌথ বিবৃতিটি দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও চেম্বারের সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, চেম্বারের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সরওয়ার জামান নিজাম, নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলম ও আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল ও উত্তর জেলার সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান।

বিবৃতিতে তারা বলেন, বিএনপি জোট সরকারের সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাজ শুরু হয়েছিল। এ বিষয়ে সার্বিক সহিযোগিতা করেন সেসময়ের বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।