রফিকুল ইসলামঃ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
এতে ওয়ালী নেওয়াজ খান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান (অব.) সহযোগী অধ্যাপক জৈন উদ্দিনকে সভাপতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান বশির আহমেদকে সাধারণ সম্পাদক এবং বিএড কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদকসহ ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জনস্বাস্থ্য জেনারেল হাসপাতাল মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা ও পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন হয়বতনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক ছাড়াও জেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ ।
নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন হোসেনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কুতুবুল আলম সহ-সভাপতি, খুররম খান কলেজের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ যুগ্ম-সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে ওয়ালী নেওয়াজ খান কলেজের প্রভাষক সাদিকুর রহমান প্রমুখ নির্বাচিত হয়েছেন।