পাখির কলতানে মুখরিত আলতাদিঘী

হাওর বার্তা ডেস্কঃ পাখির কিচির মিচির শব্দে মুখরিত চারপাশ। শীতের তীব্রতা যত বাড়ছে দূর দূরান্ত থেকে পাখিরাও আসছে। যেন এক অপরূপ সাজে সেজেছে আলতাদিঘী জাতীয় উদ্যান।

সীমান্তের কোল ঘেষা উপজেলা নওগাঁর ধামইরহাট। সেখানেই আলতাদিঘী জাতীয় উদ্যান অবস্থিত।

স্কুলের পিটি চলছে না কি? নাহ দলবেঁধে গল্প চলছে

এই দেখো, আমি কতদূর উড়তে পারি

শেষ বিকেলের রোদ পড়েছে পানিতে। ছুটে চলছে এক ঝাঁক পরিযায়ী পাখি। এ দৃশ‌্য মুগ্ধ করবে প্রকৃতিপ্রেমীকে

মাথায় সামান‌্য লাল। গলায় কিছুটা সাদা, পিঠে হালকা হলুদ। নাম না জানা পাখিটা দেখতে কী সুন্দর

না, আজ এখন পর্যন্ত কিছুই খেতে পারলাম না। চলছে খাবারের সন্ধান

শোন শোন একটা গোপন কথা বলি। চলছে দুজনের আলোচনা

সঙ্গীটা যে কই গেলো? আর কতক্ষণ একা বসে থাকব

আহ কতদিন পর রোদ উঠেছে। একটু রোদ পোহাই

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর