হাওর বার্তা ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের উত্তর রমজাননগরে মাদার নদীর চর দখলের হিড়িক পড়েছে। এরইমধ্যে ড্রেজারের মাধ্যমে বেড়ি-বাঁধ দিয়ে প্রায় দশ একর জমি দখল করছে স্থানীয় প্রভাবশালীরা।
স্থানীয় বাসিন্দারা জানায়, রমজাননগর মৌজার ১০০ ও ১০১ দাগের ১নং খতিয়ানে ১০ একর জমি ড্রেজার মেশিনের মাধ্যমে বেড়ি-বাঁধ দিয়ে অবৈধ ভাবে দখল করে নিচ্ছে রমজাননগরের উত্তরপাড়া গ্রামের মোস্তফা (বাবলু) গাজী, নজরুল গাজী, মজিবার গাজী, ইদ্রিস গাজী, ইসমাইল গাজীসহ একাধিক প্রভাবশালী ভুমিদস্যু। অবৈধ ভাবে মাদার নদীর চর দখল করে মৎস্য ঘের করার উপযোগী করে তুলছেন তারা। এছাড়াও সেখানে বাড়িঘর নির্মাণের কাজ চলছে।
স্থানীয়রা আরো জানায়, গত এক সপ্তাহ ধরে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে চর ভরাট করে নদী সংকীর্ণ করে ফেললেও ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে কোন মাথা ব্যথা নেই’।
এ বিষয়ে অবৈধভাবে নদীর জায়গা দখলকারীরা জানায়, পূর্বে আমাদের ডিসিআর ছিল। আমাদের জমির সামনে তাই আমরা ঘিরে নিচ্ছি। তবে এভাবে সরকারি জমি দখল করা যে অবৈধ তাও স্বীকার করেন তারা।
এ বিষয়ে কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুধীন কুমার বলেন, আমি বিষয়টি জানি না। বিষয়টি শোনার পরে কাজ বন্ধ করে দিয়েছি। যদি অবৈধ হয়ে থাকে তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রমজান নগর ইউপি চেয়ারম্যান আল মামুন জানান, আমি বিষয়টা আপনাদের মাধ্যমে জানলাম। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে ব্যবস্থা নেব।
শ্যামনগর উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, উত্তর রমজাননগর মাদার নদীর চর দখলের বিষয়টি শোনার পর আমি স্থানীয় নায়েব সাহেবকে বলে কাজ বন্ধ করে দিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।