হাওর বার্তা ডেস্কঃ রেফারির বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাতে ম্যাচ বয়কট করায় নিজের সতীর্থ ও প্রতিপক্ষ ফুটবলারদের নিয়ে গর্ববোধ করছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
বুধবার নতুন একদল রেফারির পরিচালনায় পিএসজি এবং ইস্তানবুল বাসাসেহিরের ম্যাচের বাকি অংশ খেলার পর তিনি বলেছেন, ‘এসব (বর্ণবাদ) নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু প্রতিবাদের চেয়ে শ্রেয় কিছু নেই। আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছি (বর্ণবাদের বিরুদ্ধে) আমরা একত্র।’
আগের দিন যেখানে শেষ হয়েছিল, সেই ১৪তম মিনিটেই শুরু হওয়া ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে এমবাপেরা। নেইমারের হ্যাটট্রিকের রাতে এমবাপে নিজেও গোলের খাতায় নিজের নাম লিখিয়েছেন দুবার। তবে ফলাফল না, এই ম্যাচকে নিয়ে হওয়া আলোচনার কেন্দ্রে ছিল সেই বর্ণবাদ ও বর্ণবাদবিরোধী অবস্থানই।
ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রাই অনুশীলন করেছেন বর্ণবাদবিরোধী স্লোগান লিখা টি-শার্ট গায়ে দিয়ে। ম্যাচের আগেও হাঁটু গেড়ে বসে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দুই দল। পার্ক ডি ফ্রাঁসের গ্যালারি জুড়েও ছিল একাধিক বর্ণবাদবিরোধী ব্যানার।