হাওর বার্তা ডেস্কঃ মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে- কাস্টম ওয়ালপেপার, থিম, স্টিকার সার্চ ও অ্যানিমেটেড প্যাক। পরবর্তী আপডেটেই এসব পরিষেবা পেতে পারেন ব্যবহারকারীরা।
জানা গেছে, হোয়াটসঅ্যাপে একাধিক ডুডল ওয়ালপেপার ও স্টিকার আনা হয়েছে। লাইট ও ডার্ক থিমের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়ালপেপার। এ ক্ষেত্রে নানা রঙের ডুডল ওয়ালপেপার বেছে নিতে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপে প্রতিটি গ্রুপের জন্য থাকছে ভিন্ন ভিন্ন ওয়ালপেপার। এতে সহজেই ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কার সঙ্গে চ্যাট করছেন, কোন গ্রুপে কথোপকথন চলছে কিংবা কোন কনট্যাক্টে মেসেজ এল। অর্থাৎ আলাদা আলাদা ওয়ালপেপার থাকলে চ্যাটিংয়ের বিষয়টি আরো সহজ হয়ে উঠবে।
কাস্টম ওয়ালপেপারগুলো ব্যবহার করে পার্সোনাল চ্যাট, গুরুত্বপূর্ণ চ্যাট ও ফেভারিট চ্যাটগুলোকে আলাদা করা যাবে। এই কাস্টম ওয়ালপেপার ফিচারের পাশাপাশি নতুন স্টিকার সার্চ ফিচারও রয়েছে।
শুধু তাই নয়, হুর টুগেদার অ্যাট হোম স্টিকার প্যাকের একটি আপডেটেড অ্যানিমেটেড ভার্সনও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে।