হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নৌরিন আক্তার অনলাইন প্রাইমারি স্কুল পাঠ্যক্রমের আওতায় নিয়মিত পাঠদানে কৃতিত্বের স্বাক্ষর রাখায় সম্মাননা পেয়েছেন।
সম্প্রতি উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় অনলাইন স্কুলের ৬ মাস পূর্তি উপলক্ষে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত প্রধান অতিথি জেলা প্রশাসক মো.সারওয়ার মুর্শেদ চৌধুরী এ সম্মাননা সনদ তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. মাসুমা আক্তার ও ভাইস-চেয়ারম্যান মা. আব্দুস সাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক খান।
অনলাইন স্কুলে নিয়মিত পাঠদানকারী কৃতি শিক্ষক ছাড়াও ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন ক্লাস শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার জন্য KCN, টেকনিক্যাল সাপোর্ট পার্সন এবং সমন্বয়ের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক খানসহ সহকারী শিক্ষা কর্মকর্তাদের মাঝে সম্মাননা সনদ ও উত্তরীয় প্রদান করেন জেলা প্রশাসক।
কৃতি পাঠদানকারী শিক্ষক রৌরিন আক্তার প্রতিক্রিয়ায় বলেন, পাঠদানসংশ্লিষ্ট এ সম্মাননা সনদ দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতিতে আরও কর্মোদ্যমী করবে।