হাওর বার্তা ডেস্কঃ ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক (কন্ট্রোলার) ও উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতি, বীজগণিত ও জ্যামিতিসহ মাধ্যমিক স্তরের বিভিন্ন গ্রন্থের লেখক, অধ্যক্ষ সূরুজউদ্দিন আহমেদ (এস ইউ আহমেদ) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
গতকাল (১৪ নভেম্বর) দুপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।
তার জানাজা গতকাল বাদ এশা ভোলানাথপুর মাতবর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ভোলানাথপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। এস ইউ আহমেদ বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮৪ ব্যাচের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোহাম্মদ আজমের পিতা।