পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও দলীয় মনোনয়ন পদ্ধতি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ পদ্ধতি চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নির্বাচন মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্য।
বৈঠকে শেষে দলের য্গ্মু-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানান, ‘জেলা, উপজেলা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম সুপারিশ করে কেন্দ্রে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে পাঠাবে। পরবর্তীতে কেন্দ্রীয় বোর্ড তৃণমূলের সুপারিশকৃত প্রার্থীদের তালিকার থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে।
পাশাপাশি গত পৌরসভা নির্বাচনে স্থগিতাদেশ প্রাপ্ত দুটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীও চুড়ান্ত করা হয়েছে বৈঠকে। এসব পৌরসভায় আগামী ১৫ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই দুটি পৌরসভা হল চাঁদপুর জেলার শাহরাস্তি ও ভোলা জেলার চরফ্যাশন। শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ এবং চরফ্যাশন পৌরসভায় বাদল কৃষ্ণ দেবনাথকে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।